কাজী ইলেক্ট্রনিক্স ট্রেনিং ইন্সটিউটিউট স্টুডেন্টদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য সরাসরি ইলেক্ট্রিক্যাল শপে কাজ করার ব্যবস্থা করে থাকে। আমাদের সহযোগী প্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন প্রজেক্টে তাদের কর্মী বাহিনী বা ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সরাসরি যুক্ত থেকে কাজ করার ব্যবস্থা রেখেছে।
>মান সম্মত প্রশিক্ষণ প্রদানের আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
>বাংলাদেশে এই প্রথম যেটি সম্পূর্ণ আন্তর্জাতিক কোর্স কারিকুলামে বাস্তব প্রশিক্ষণ প্রদান করছে।
>সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার উপযোগী করে গড়ে তোলা।
>সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ প্রশিক্ষক।
>সংশ্লিষ্ট শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা ব্যবহারিক ক্লাস নেয়া হয়।
>হাতে-ধরে ব্যবহারিক প্রশিক্ষণ করানো হয়।
>প্রয়োজনীয় লেকচার শিট সরবরাহ।
>দূর্লভ বই সম্বলিত পি ডি এফ বই এর সূবিধা।
>নিজস্ব ডাটা সার্ভার ব্যবহারের সুযোগ।
>অনলাইনে ক্লাস করার সুযোগ।
>কারখানা স্থাপনে প্রয়োজনীয় সহযোগীতা ।
>শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ইন্সটিটিউট ভিজিট করার ব্যবস্থা করা।
>স্বল্প কোর্স ফি।
>অনলাইন নির্ভর অফিসিয়াল ম্যানেজমেন্ট।
>কর্পোরেট ট্রেনিং এর ব্যবস্থা।
>ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
>স্বল্প মূল্যে ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট ও টুলস্ সরবারহের ব্যবস্থা।
আপনি জানেন নিশ্চয়ই, বর্তমানে যুগে কোন অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া টিকে থাকাটা কতটা মুশকিল। একটা সময় একটা ডিগ্রী থাকলেই চাকুরী করা যেত। কিন্তু এখন দক্ষতা ছাড়া কাজ পাওয়াই মুশকিল। কেই যদি ব্যবসা করতে চায় তাহলে দক্ষতাই একমাত্র পূজি। একজন অল্প শিক্ষিত যে হয়তো স্কুলের গন্ডি পার হতে পারে নাই কিংবা একজন শিক্ষিত বেকার উভয়ের জন্য কর্মমুখি একটা ট্রেনিং দরকার। অর্থ্যাৎ কর্মে যাওয়ার আগে ঐ কর্মের জন্য উপযোগী খুব অ্যাডভান্সড্ টেনিং গ্রহন করলে ক্যারিয়ারে সফলতা মোটমুটি নিশ্চিত।
আমাদের কোর্সগুলো এমনভাবে তৈরী করা যাতে খুব সহজেই একজন অল্প শিক্ষিত কিংবা একজন শিক্ষিত বেকার নিজেকে ব্যবসায়ী হতে পারবে। কেননা, তারা এমনভাবে প্রশিক্ষণ গ্রহন করবে যে তারা নিজে নিজে ব্যাবসা প্রতিষ্ঠান বা সার্ভিসিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে সফল হতে পারবে।